সাতক্ষীরায় এসিড সারভাইভারদের নেতৃত্বের বিকাশ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা রবিবার (২৪ সেপ্টেম্বর ) শহরের কাটিয়া আমতলা মোড়স্থ স্বদেশ’র সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের (এসবিজিএন) উদ্যোগে উন্নয়ন সংগঠন স্বদেশ ও দাতা সংস্থা একশনএইড যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক জোস্না দত্ত, একশনএইড বাংলাদেশ’র অফিসার ফৌজিয়া আফরোজ, প্রোগ্রাম অফিসার ফারুক রহমান, স্বদেশ’র মাহফুজুর রহমান বিপুল, আজহারুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন এসিড সারভাইভর সহ এসিড সন্ত্রাসের শিকার নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন। সমগ্র প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন একশনএইড বাংলাদেশ’র ওম্যান রাইটস এন্ড জেন্ডার ইক্যুইটি ম্যানেজার মরিয়ম নেছা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার নুরুন নাহার।
খুলনা গেজেট/এএ