মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় দোকান ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি

তালা প্রতিনিধি

তালা বাজারে সোমবার ভোরে শ্যামলী কসমেটিক্স ও মীরা চশমা এন্ড ইলেকট্রনিক্স দোকান চুরি হয়েছে । চোরেরা দোকানের শাটার ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে ।

শ্যামলী কসমেটিক্সের মালিক অমল দত্ত জানান, ‘দোকানের ভেতর ৪৭ হাজার টাকা রেখে রবিবার রাতে বাড়িতে যাই। সোমবার সকালে বাজারে দোকান খুলতে এসে দেখি দোকানের এক পাশে একটি সাটার ভাঙ্গা। দোকান খুলে দেখি নগদ ৪৭ হাজার টাকা ও ৬০ হাজার টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে।’

মীরা চশমা এন্ড ইলেকট্রনিক্স দোকানের মালিক শেখ মনিরুল ইসলাম মনি জানান, ‘তার দোকান থাকা ১ লক্ষ ৫০হাজার টাকা ও দুটি মোবাইল সোমবার ভোরে চোরেরা দোকানের সাটার ভেঙ্গে নিয়ে গেছে।’ তার দোকানের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায়, ভোর ৫ টা ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে দোকানের সার্টার ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল চুরি করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছি, তদন্ত করে চোরদের শনাক্ত করে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন