মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় করোনা উপসর্গে দুই জনের মৃত্যু, নতুন আক্রান্ত শূন্য

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ৫ অক্টোবর পর্যন্ত জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭০৭ জন। তবে নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি।

করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী গ্রামের মৃত ওমর আলীর ছেলে আরশাদ আলী (৮০) ও খুলনার পাইকগাছ উপজেলার কাটিপাড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে ইবাদুল ইসলাম (৭০)।

সামেক হাসপাতাল সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর তারা সামেক হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ অক্টোবর বিকালে ও রাতে তারা মারা যান। এদিকে গত ২৪ ঘন্টায় ৫৮ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা সনাক্ত হয়নি।

সামকে হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর পর্যন্ত মোট ৪৪ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজেটিভ কোন রোগী নেই। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৮ জন ও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছেন ৫ জন। করোনা উপসর্গে মারা গেছে দুই জন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে দুইজন। এ সময় ৫৮ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা সনাক্ত হয়নি ।

তিনি আরো বলেন, ৫ অক্টোবর পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৮৫৭ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৮১জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ৬ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১২৮জন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১২৮জন। হাসপাতালে কোন করোনা রোগী ভর্তি নেই। জেলায় ৫ অক্টোবর পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৮ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৭০৭ জন।

সিভিল সার্জন আরো জানান, এপর্যন্ত জেলায় ৮৭ হাজার ৮২৬ জন এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৮০ হাজার ৬১ জন। এছাড়া সেনোফর্ম ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ৩ লক্ষ ৮১ হাজার ৫৮৩ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১ লক্ষ ৫০হাজার ৩২৮জন। জেলায় গত ২৪ ঘন্টায় সেনোফর্ম ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ৮ হাজার ৩৮৬ জন ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১ হাজার ১৪৯ জন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন