খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

কলারোয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা : থানায় মামলা দায়ের

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় পারিবারিক কলহের জের ধরে ধারালো দা দিয়ে কুপিয়ে মর্জিনা খাতুন নামের এক গৃহবধূকে হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের ভাই ফারুক হোসেন বাদী হয়ে বুধবার রাতে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে বুধবার দুপুরে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সকিনা খাতুনের সাথে তার ভাসুর ইমানুর রহমান ঝন্টুর স্ত্রী বড় জা মর্জিনা খাতুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মর্জিনা ও তার ছেলে জাহিদ হাসান ধারালো দা দিয়ে সকিনাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় তাদের মারপিট ঠেকাতে গিয়ে আহত হন নিহত সকিনা খাতুনের মেয়ে রাজিয়া খাতুন ও ঘাতক মর্জিনা খাতুনের মেয়ে সোনিয়া খাতুন। তারা বর্তমানে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহতের ভাই ফারুক হোসেন বাদী হয়ে মর্জিনা খাতুন, তার স্বামী ইমানুর রহমান ঝন্টু ও তার ছেলে জাহিদ হাসান এবং মেয়ে সোনিয়ার নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ইতিমধ্যে ঘাতক মর্জিনা, তার স্বামী ইমানুর রহমান ঝন্টু ও তার ছেলে জাহিদ হাসানকে গ্রেফতার করেছে। মামলার এজাহার নামীয় অপর আসামী আহত সোনিয়া খাতুন বর্তমানে পুলিশ প্রহরায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনীর উল গীয়াস বিষয়টি নিশ্চিত করে করে জানান, এ ঘটনায় নিহতের ভাই ফারুক হোসেন বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনের নামে রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে এ মামলার প্রধান আসামীসহ তিন আসামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!