সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ২৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২০ কেজি ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠের মধ্যে থেকে পরিত্যাক্ত অবস্থায় এই রুপার গহনা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহলদলের সদস্যরা সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠে অভিযান চালিয়ে ২০ কেজি ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করে।
রাত ৯ টার দিকে সীমান্তের মেইন পিলার ৮ এর সাব পিলার ৬ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া মাঠের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় এই রূপার গহনা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করা হয়েছে এবং আটককৃত রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মালিকবিহীন অবস্থায় রূপার গহনা আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, বলেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা গেজেট/এএ