সাতক্ষীরার দেবহাটায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলামের অভিযানে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল এক কিশোরী। পরে ভ্যাম্যমান আদালতের তিনি মেয়ের পিতাকে নগদ টাকা জরিমানা করেন।
১৯ আগষ্ট বুধবার দুপুরে দেবহাটা উপজেলা সদরে এঘটনা ঘটে।
জানা যায়, দেবহাটা উপজেলা সদরের মৃত আজিবর রহমানের ছেলে বিলায়েত হোসেনের নাবালিকা মেয়েকে বিয়ে দেয়া হচ্ছে এমন খবরের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম উক্ত বিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম মেয়ের পিতা বেলায়েত হোসেনকে বাল্য বিয়ে নিরোধ আইন ২০১৭ অনুযায়ী নগদ ৩ হাজার টাকা জরিমানা করেন এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেনা বলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর গাজীসহ ইউপি সদস্য আরমান হোসেন উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/নাফি