তালা উপজেলার ১১ ইউনিয়নে ৬টিতে নৌকা ৫ টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে। তবে ইভিএম ৩ ইউপিতেই বে-সরকারী ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীর বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে ভোটারা প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্বতস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করে। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।
৬ নং তালা সদর ইউনিয়নে সরকার জাকির হোসেন (নৌকা) ৭ হাজার ৮’শ ৮১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্দ্বি প্রার্থী এস এম নজরুল ইসলাম (লাঙ্গল) ৭ হাজার ১’শ ১৯ ভোট পেয়েছেন।
১২ নং খলিলনগর ইউনিয়নে প্রনব ঘোষ বাবলু(নৌকা) ১০ হাজার ৩’শ ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বি এস এম আজিজুর রহমান রাজু (আনারস) ৭ হাজার ৩’শ ৩৫ ভোট।
৫ নং তেঁতুলিয়া ইউনিয়নে আবুল কালাম ( নৌকা) ১১ হাজার ১’শ ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বি আফতাব উদ্দিন (চশমা) পেয়েছেন ২ হাজার ৩’শ ভোট।
সর্বশেষ বেসরকারী তথ্য মতে, রাত ১১ টা পর্যন্ত ১নং ধানদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন (উড়োজাহাজ), ২ নং নগরঘাটা ইউনিয়নে কামরুজ্জামান লিপু(নৌকা), ৩ নং সরুলিয়া ইউনিয়নে সাংবাদিক আব্দুল হাই (মোটরসাইকেল), ৭ নং ইসলামকাটি ইউনিয়নে গোলাম ফারুক (চশমা), ৮ নং মাগুরা ইউনিয়নে গনেষ দেবনাথ (নৌকা), ১০ নং খেশরা ইউনিয়নে কামরুল ইসলাম লাল্টু (আনারস), জালালপুর ইউনিয়নে এম মফিদুল ইসলাম লিটু (আনারস) প্রতীক নিয়ে প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন।
এছাড়া ৯নং খলিষখালী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওয়ার্কার্স পার্টির অধ্যাপক সাবির হোসেন। রাত বারোটার পর তালা উপজেলা সদর থেকে রিটার্নিং অফিসার ঘোষণা দেন ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক সাবির হোসেন ১৩ ভোটে জয়লাভ করেছেন।
খুলনা গেজেট/ এস আই/এনএম