মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যৃবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মাহবুব হোসেন বাবু নামের এক কসমেটিক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) কলারোয়া উপজেলার পিছলাপোল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মোঃ মাহবুব হোসেন বাবু (৩২) সাতক্ষীরার কলারোয়া উপজেলার পিছলাপোল গ্রামের মোঃ রওশন আলী কারিগরের ছেলে। তিনি পেশায় একজন কসমেটিক ব্যবসায়ি ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মাহবুব হোসেন বাবু সকালে বাড়ির পাশে একটি গাছের ডাল কাটার সময় ডালটি পাশের বিদ্যুতের তারের উপর গিয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন