বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটের সাবেক এমপি ও ইউএনও করোনা আক্রান্ত

চুলকাঠি প্রতিনিধি

বাগেরহাট-২ আসনের (বাগেরহাট সদর ও কচুয়া) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) নমুনা পরীক্ষার রিপোর্টে তার কভিট-১৯ পজিটিভ আসে বলে স্বাস্থ্য বিভাগ জানায়।

এ ছাড়া বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসনীন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত বাগেরহাট জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৭৯৫ জন। আর আক্রান্তদের মধ্যে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীসহ স্বাস্থ্য বিভাগের ৬৫ জন স্টাফ হয়েছে। আক্রান্তদের মধ্যে বাগেরহাট জেলায় এপর্যন্ত মারা গেছে ১৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৬২০ জন।

খুলনা গেজেট / আরিফ / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন