বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় গাছ চাপায় শ্রমিক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রতিকী ছবি
প্রতিকী ছবি

সাতক্ষীরার কলারোয়ায় নারিকেল গাছ চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে।

নিহতের নাম সোহাগ হোসেন (৩০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী হিজলদী গ্রামের মোঃ শাবুর আলির ছেলে।

স্থানীয় চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, সকালে কলারোয়া-চান্দুড়িয়া সড়কের বয়ারডাঙ্গা এলাকায় জনৈক টুটল মাস্টারের পুকুর পাড়ের একটি নারকেল গাছ কাটতে আসে সোহাগ হোসেন। এসময় গাছের উপরের অংশ কেটে ফেলার পর নিচের অংশ কাটতে গেলে গোড়াসহ গাছটি পুকুরের মধ্যে পড়ে যায়। এতে গাছে চাপা পড়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন