সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক বিয়ে দেয়ার উদ্যোগ নেয়ায় পরিবারের সদস্যদের উপর ক্ষোভে অভিমানে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮ টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহননকারী জাকিয়া পারভীন (১৪) কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম কাশেমপুর গ্রামের শেখ জাহাঙ্গীরের মেয়ে ও স্থানীয় হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী।
স্থানীয় সূত্র জানান, জাকিয়া পারভীনকে তার মতের বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করছিল পরিবারের সদস্যরা। গত সোমবার পাত্রপক্ষ জাকিয়াকে দেখতে আসে। তবে এই বিয়েতে মত ছিল না তার। পরবর্তীতে মঙ্গলবার সকালে ওই ছাত্রী পরিবারের সদস্যদের উপর অভিমান করে নিজের ঘরে আড়ার সাথে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক ওহিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট / এমএম