মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যাক্তি হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউপি সদস্য ও উপজেলার হাড়দ্দহ পূর্বপাড়ার আশরাফুল ইসলাম ডাবলু (৪৮)।

হাড়দ্দহ পূর্বপাড়ার সুইটি খাতুন জানান, তার আব্বা আশরাফুল ইসলাম মোটরসাইকেলে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে চার রাস্তার মোড়ে পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ভ্যান তার মোটর সাইকেলে ধাক্কা মারে। এ সময় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আঘাত পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় আব্বাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বাবুল আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন