শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলায় ৫০ ব্যারেল চোরাই ডিজেল জব্দ

মোংলা প্রতিনিধি

মোংলার পশুর নদীতে অভিযান চালিয়ে ট্রলার বোঝাই ৫০ ব্যারেল চোরাই ডিজেল আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

পশুর নদীর হারবাড়িয়া জোংড়ার খাল এলাকা থেকে চোরাই পথে পাচারের সময় এ ডিজেল তেল সোমবার রাতে আটক করা হয়।

জানা যায়,  পশুর নদী সংলগ্ন জোংড়ার খাল এলাকায় নিয়মিত টহল দানের সময় তেলের ব্যারেল ভর্তি একটি ট্রলার দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ওই ট্রলারে থাকা লোকজনকে হ্যান্ড মাইক দিয়ে ট্রলার থামানোর নির্দেশ দেয় কোস্টগার্ড।

এসময় কোস্টগার্ড সদস্যদের দেখে ট্রলারটি ডুবিয়ে দিয়ে চোরকারবারীরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে ট্রলারে থাকা ৫০ ব্যারেল চোরাই ডিজেল ভাসমান অবস্থায় জব্দ করা হয়।

 

খুলনা গেজেট / নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন