বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে স্বামীর বিরুদ্ধে আদালতে স্ত্রীর পর্ণোগ্রাফি আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের এক গৃহবধূর অশ্লিল ছবি তুলে ফেসবুকে প্রকাশের হুমকির অভিযোগে স্বামী আব্দুল মালেককে আসামিকে আদালতে মামলা হয়েছে। বুধবার ওই গৃহবধূ বাদী হয়ে আদালতে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি আব্দুল মালেক ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ স্বামী পরিত্যক্ত হিসেবে তার পিতার বাড়িতে থাকতো। ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর পারিবিারিকভাবে আসামি মালেক তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি যৌতুকের দাবিতে নির্যাতন করতেন। এক পর্যায়ে বাধ্য হয়ে মালেককে আসামি করে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মালেক গত ২১ আগস্ট তাকে মারপিট করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে মালেক ক্ষিপ্ত হয়ে গত ২ সেপ্টেম্বর তার শ্বশুর বাড়ি গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে মালেক কিছু অশ্লিল ছবি তার দিকে ছুড়ে দিয়ে ফেসবুকসহ সমাজে প্রচার করে দেবে বলে হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেন।

খুলনা গেজেট/কেএম

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন