শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলে আটক

নিজস্ব প্রতিবদেক, সাতক্ষীরা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কুঞ্চি খালে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। রোববার ( ৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার পূর্ব ঘড়িলাল গ্রামের শুকচাঁদ মোল্যার ছেলে আমিরুল মোল্লা (৪৫), আক্কাজ আলীর ছেলে আবুল কালাম (৪০) ও জলিল মোল্লার ছেলে আব্দুর রহমান।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে সুন্দরবনের কোবাদক স্টেশনের বন কর্মকর্তারা বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করে। তাদের বিরুদ্ধে বনআইনে মামলা দিয়ে খুলনার কয়রার আদালতে সোপর্দ করা হয়েছে। কোবাদক ফরেস্ট স্টেশনটি খুলনার কয়রা উপজেলার মধ্যে হলেও সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের আওতাধীন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন