শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরার সময় দুই জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে সুন্দরবনের ইসামতি নদীর কাঠেরখাল থেকে তাদের আটক করা হয়। এ সময় নৌকা ও মাছ জব্দ করা হয়েছে।

আটক জেলেরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতালা গ্রামের খবিরউদ্দীনের ছেলে কামাল শেখ (৪২) ও গোলাম রসুলের ছেলে ইসমাইল গাইন (৫৫)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচ কেজি মাছ উদ্ধার করা হয়। মাছ ধরার নৌকাটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন