ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৮০ ভরি ওজনের ৮টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। রোববার (২৯ আগষ্ট) বেলা ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে এই স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়। এসময় এক চোরাচালানীকে গ্রেপ্তার করে বিজিবি সদস্যরা।
গ্রেপ্তারকৃত সোনা চোরাচালানীর নাম মোঃ বিল্লাল হোসেন (৩৭)। সে সাতক্ষীরা সদর উপজেলার উত্তর তলুইগাছা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আহসান হাবীব এর নেতৃত্বে বিজিবি সদস্যরা সকাল ১০টার দিকে এক অভিযানে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের ভবানীপুর ঋষিপাড়া সংলগ্ন ওয়াবদা বেড়ীবাঁধের উপর থেকে বিল্লাল হোসেনকে আটক করে। পরে তার কাছ থেকে ৮০ ভরি ওজনের ৮টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৮ লাখ ৪০ হাজার টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, ৮০ ভরি ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধারের ঘটনা নিশ্চিত করে বলেন। চোরাকারবারী কৌশলে স্বর্ণেও বারগুলো তার শরীরে (কোমরে লুঙ্গির ভাজে) জড়িয়ে বহন করছিল। আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/ টি আই