শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় ইয়াবাসহ কৃষি ব্যাংকের ফিল্ড অফিসার আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ৪শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কৃষি ব্যাংকের এক ফিল্ড অফিসার কে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২৭ আগষ্ট) রাতে সাতক্ষীরা সদও উপজেলার এল্লারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আবু হোসেন (৩৯)। তিনি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা পুলিনপাড়ার মৃত. জালাল উদ্দীন সরদারের ছেলে। আবু হাসান সাতক্ষীরা কৃষি ব্যাংকের ফিল্ড অফিসার হিসেবে ঘোনা বাজার শাখায় কর্মরত।

সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান, তার নেতৃত্বে শুক্রবার রাতে এ এস আই ফজলুল করিমসহ সঙ্গীয় ফোস সাতক্ষীরা সদরের এল্লারচর এলাকার মরিচ্চাপ নদীর রাস্তার উত্তর পাশ থেকে ১শ’ পিব ইয়াবা ট্যাবলেটসহ আবু হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক পুরাতন সাতক্ষীরা (পুলিন পাড়া) নিজ বসত ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার এর মধ্য থেকে আরো ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় এ এস আই ফজলুল করিম বাদী হয়ে সদও থানায় একটি মামলা দায়ের করেছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন