মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

আশাশুনিতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২২ আগষ্ট) সন্ধ্যায় স্থানীয় একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পানিতে ডুবে মৃত কিশোরের নাম মোঃ তরিকুল ইসলাম (১৬)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে কুড়িকাউনিয়া গ্রামের বাড়ির পাশে বিলে মাছ ধরার জন্য পাতা আটন তুলতে গিয়ে আর ফিরে আসেনি তরিকুল। পওে অনেক খোঁজাখুজির পর সন্ধ্যায় বিলে গিয়ে আটনের পাশে তার ভাসমান মরদেহ দেখতে পাওয়া যায়।

পারিবারিক সূত্র আরো জানিয়েছে, তরিকুলের আগে থেকেই মৃগীরোগ ছিল। বিলে আটন উঠানোর সময় হঠাৎ মৃগী রোগ দেখা দেয়ায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন