মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

তালা প্রতিনিধি

সাতক্ষীরা তালায় সাহেব আলী শেখ (৫০) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার রাত ১১দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মোফাজেল শেখের ছেলে।

এলাকাবাসি জানায়, দীর্ঘদিন ধরে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার সন্ধ্যায় বিষপান করলে তাকে তালা হাসপাতালে নিয়ে আসেন। রাত ১১দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহতের পারিবারের পক্ষ থেকে দাবি করা হয় রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন