শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শহরের বাইপাস সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের বাইপাস সড়কের কাশেমপুর এলাকার জনৈক শুকুর আলীর ইটভাটার সামনের থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার লুৎফর রহমান কারিকরের ছেলে আল মামুন শান্ত ও একই এলাকার রবিউল শেখের ছেলে রাব্বি শেখ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের মেডিকেল কলেজ – বিনেরপোতা বাইপাস সড়কের কাশেমপুর নামক স্থানে পাকা রাস্তার পাশে কতিপয় দূষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে উক্ত দুই ডাকাতকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ কয়েকটি চাইনিজ কুড়াল, হাতুড়ি, সেলাইরেঞ্জ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের ডাকাতদের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন