সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

সামেকে করোনা উপসর্গে তিন নারীসহ ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ফের বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ ৮ জনে মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ১৪ অগষ্ট শনিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০০ জন।

মৃতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের মোঃ গিয়ানউদ্দিনের ছেলে মোঃ আবদুল মাসুদ(৬৫), পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের দিলীপ দে’র ছেলে নিমাই দে (৪০), কালিগঞ্জ উপজেলার কুশলিয়া গ্রামের সুবান গাজীর ছেলে আবুল কামাল (৪৫), সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার খবির ইদ্দীনের স্ত্রী মারুফা খবির (৫২), সুলতানপুর এলাকার মৃত রওশন আলীর ছেলে জাহিদুল হোসেন (৬২), ইটাগাছা এলাকার মৃত মজুউদ্দীনের ছেলে নুর ইসলাম (৪৫), শ্যামনগর উপজেলার দূর্গাবাটি গ্রামের মৃত খগেন্দ্রনাথ মিস্ত্রীর স্ত্রী সপ্তমী (৬০) ও কলারোয়া উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত করিম গাজীর স্ত্রী রহিমা খাতুন (৮০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ৩১জুলাই থেকে ১৪ আগষ্টের মধ্যে বিভিন্ন সময় তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগষ্ট ভোর রাত দেড়টা রাত সন্ধ্যা ৬টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান।

সামেক হাসপাতাল সূত্র জানায়, ১৫ আগষ্ট সকাল পর্যন্ত মোট ১৪৯ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ৭ জন করোনা পজেটিভ ও বাকি ১৪২ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন ও সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৩১ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৬ জন।

এদিকে সাতক্ষীরায় ফের কমেছে সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ২০৩ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৭ দশমিক ৮৮ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ১৫ দশমিমক ১৫ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে মারা গেছে ৮ জন। এ সময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯০ টি নমুনা পরীক্ষা করে ৮ জনের এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কীটে ১১৩টি নমুনা পরীক্ষা করে আরো ৮ করোনা সনাক্ত হয়। শনাক্তের হার ৭ দশমিক ৮৮ শতাংশ।

তিনি আরো বলেন, শনিবার ১৪ আগষ্ট পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৩১২ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ২৭৩ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ৯৫৩ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ১৭ জন। ভর্তি রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ১৬ জন ও বেসরকারি হাসপাতালে ১ জন রয়েছেন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৯৩৬ জন।

বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭ জন। সরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৪৯ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ১৮৩ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৫৮ জন। জেলায় ১৪ আগষ্ট পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৬ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৬০০ জন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন