সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২
দুটি ইট চুরির অভিযোগ

গৃহবধূর চুল কেটে গাছে বেঁধে নির্যাতন

গেজেট ডেস্ক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে দুটি ইট চুরির অপবাদ দিয়ে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (০৯ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম রাশিদা বেগম (৪৫)। তিনি দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইব্রাহিম গাজীর স্ত্রী।

জানা গেছে, রোববার রাত ১০টার দিকে পাকুড়িয়া গ্রামের ভ্যানচালক নেদু রাশিদা বেগমকে দুটি ইট চুরির অভিযোগ দেয়। সোমবার সকাল ১০টার দিকে রাশিদা বেগমকে বাড়ি থেকে ধরে এনে নেদু, তার স্ত্রী, পুত্রবধূসহ পরিবারের সদস্যরা গাছের সঙ্গে বেঁধে মারপিট করে ও চুল কেটে দেয়।

খোরদো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাশিদা বেগমের প্রতিবেশী আব্দুল মান্নান জানান, নেদু ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করছে রাশিদা বেগম ইট চুরি করেছে। এরপর রাশিদাকে ধরে নিয়ে বাড়ির নারীরা গাছে বেঁধে চুল কেটে দিয়েছে। চরম অন্যায় করেছে তারা। রাশিদা আমার কাছে এলে, আমি তাকে থানায় অভিযোগ দিতে বলেছিলাম।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে রাশিদা বেগম বাদি হয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে পুলিশ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন