সাতক্ষীরার ৭৮ টি উইনিয়নে ও দু’টি পৌরসভায় শুরু হয়েছে গণটিকাদান। শনিবার (৭ আগষ্ট) সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে চলছে এই টিকাদান। এ কার্যক্রমের জন্য সিনোফার্মের ৫১ হাজার ২০০ টিকা ও এ্যাস্ট্রাজেনকোর ৩২ হাজার টিকা মজুত রয়েছে।অগ্রাধিকার ভিত্তিতে বয়স্কদের এ টিকা দেওয়া হবে।
একই সাথে মহিলা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও পাবেন এই টিকা। পর্যায়ক্রমে সকল নাগরিককে এ কার্যক্রমে আওতায় আনা হবে। প্রথম দফায় এ কার্যক্রম চলবে ১২ আগষ্ট পর্যন্ত।
সাতক্ষীরার সাতটি উপজেলার ৭৮ টি ইউনিয়ন এবং সাতক্ষীরা ও কলারোয় পৌরসভার ৯ টি ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রে গণটিকাদান চলছে। টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলিতে রয়েছে ভিড়। তবে মানুষ লাইন দিয়ে টিকা নিচ্ছেন। কেন্দ্রে নারীদের ভিড় লক্ষ্যনীয়।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, আজ ৮৭ টি কেন্দ্রে টিকা দেওয়ার পর চাহিদা ও টিকাপ্রাপ্তি সাপেক্ষে আগামি ১৪ আগস্ট ফের দেওয়া হতে পারে গণটিকা।
খুলনা গেজেট/ টি আই