সাতক্ষীরায় দু’টি মামলায় সাজাপ্রাপ্ত ও সাত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এক অভিযানে রাজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের আব্দুল মাজেদ সরদারের ছেলে দেলোয়ার হোসেন জেলা পরিষদের সদস্য হওয়ার পর থেকে এলাকার চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, কচুয়া জামে মসজিদ নতুন করে নির্মাণ, বাউশুলি মাদ্রায় মহাশ্মশান নির্মাণ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরে জেলা পরিষদ থেকে অনুদান দেয়ার নাম করে কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন। শুধু তাই নয় তিনি চাকরি বাণিজ্য, ডলার ব্যবসা, হুন্ডি ব্যবসার মত অপরাধের সাথে জড়িত। দেলোয়ার হোসেন জেলা পরিষদের সদস্য হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করে কোটি টাকার মালিক হয়েছে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে অনেকে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। এসব ঘটনার পর দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য দেলোয়ার দু’টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী। এছাড়া তার বিরুদ্ধে আরো সাতটি মামলার ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবিরের নির্দেশে এসআই নাজিম উদ্দিন ও এসআই পূর্ণেন্দু বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার রাতে রাজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির জানান, যেহেতু তিনি সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি এ ধরনের আসামিদের খুঁজে বের করে ধরে আনার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। তাই আমি সেটা করেছি। বহুদিন ধরে তাকে ধরার চেষ্টা করেছিলাম অবশেষে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজিম উদ্দিন ও এএসআই পূর্ণেন্দু রাজবাড়ি জেলার এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই