সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাজিদা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে নিজ বাড়িতে ব্লেন্ডার মেশিনে মসলা গুড়া করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
নিহত গৃহবধূ মাজিদা খাতুন (৩২) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার আশরাফুল হাসানের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ব্লেন্ডারে মসলা গুড়া করছিলেন মাজিদা খাতুন। এসময় লিকেজের কারণে বিদ্যুতায়িত হওয়া মেশিন স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন