খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে বিএনপির লিফলেট বিতরণ 

গে‌জেট ডেস্ক

একদফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বাড়াতে কেন্দ্রীয় কর্মসুচি অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। শুক্রবার (২১ জুলাই) জুমার নামাজের পর নগরীর ঢাউন মসজিদের সামনে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। একই সময়ে নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ডের মসজিদগুলোতেও লিফলেট বিতরণ করা হয়েছে।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, কে এম আশরাফুল আলম খান নান্নু, আব্দুল বারিক পান্না, ওহিদুজ্জামান হাওলাদার, আসাদুজ্জামান, মোহাম্মদ টুটুল, পলাশ, রকিবুল ইসলাম প্রমুখ।

সদর থানা: আহবায়ক কে এম হুমায়ুন কবীর ও সদস্য সচীব মোল্লা ফরিদ আহমেদ এর নেতৃত্বে বাবুস্ সালাম জামে মসজিদ এবং বাইতুল মা’মুর জামে মসজিদের সামনে লিফলেট বিতরণ করা হয়। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনাডাঙ্গা থানা: সোনাডাঙ্গা থানার আহবায়ক হাফিজুর রহমান মনি ও সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগের নেতৃত্বে নিউ মার্টেকস্থ বায়তুন নুর জামে মসজিদ ও সিদ্দিকিয়া মসজিদে লিফলেট বিতরণ করা হয়। এ সময় আসাদুজ্জামান
আসাদ, মুসা হোসেন খান, জাকির ইকবাল বাপ্পিসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খালিশপুর থানা: খালিশপুর থানা বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম জিয়া, জহর মীর, এড. মোহাম্মাদ আলী বাবু, হায়দার তরফদার, কাজী
শামীম, গোলাম মোস্তফা ভুট্টো, শেখ হালিমসহ অনেকে।

দৌলতপুর থানা বিএনপি: থানার আহবায়ক আবু মো. মুর্শিদ কামাল ও সদস্য সচিব শেখ ইমাম হোসেন এর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।

খানজাহান আলী থানা: খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান ও সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাসের নেতৃত্বে ফুলবাড়ী গেট বাজার জামে মসজিদে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এমদাদুল ইসলাম, এনামুল হাসান ডায়মন্ড, মীর মনিরুল ইসলাম সংগ্রাম, কামরুল ইসলাম, আল-আমিন হাওলাদার, জুয়েল হাওলাদার, মাসুম বিল্লাহ, মামুন শেখ, জসিম হাওলাদার, কামাল ভুইয়া, মনির হাওলাদার, মিকাইলসহ অনেকে।

আড়ংঘাটা থানা: বিএনপির আহবায়ক মতলুবুর রহমান মিতুলের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজাউর রহমান প্রিন্স, ইকবাল মোড়ল, আকসির হোসেন সাজু, সাফায়েত শেখ সহ অনেকে। অনুরুপভাবে নগরীর ৩১টি ওয়ার্ডে লিফলেট বিতরণ করেছে বিএনপি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!