বাগেরহাট থেকে দীর্ঘ ৯ বছর পলাতক থাকা কুখ্যাত ১ জন ডাকাতকে আজ শনিবার (৩০ জুলাই) গ্রেপ্তার করেছে র্যাব-৬। গ্রেপ্তাকৃত আসামীকে খুলনা জেলার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৬ ,সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, পাইকগাছা থানার ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বাগেরহাট জেলার রামপাল থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি দুপুরের দিকে ওই স্থানে অভিযান পরিচালনা করে আসামী ইকরাম শেখ (৫৫), থানা-দাকোপ, জেলা-খুলনাকে গ্রেপ্তার করে।