খুলনা, বাংলাদেশ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪

Breaking News

  হবিগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশতাধিক
  চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত
  সোহেল চৌধুরী হত্যা : আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ আসামির যাবজ্জীবন, ৬ জনকে খালাস দিয়েছেন আদালত
  সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট

বি‌ভিন্ন দা‌বি‌তে ৬ মার্চ খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

আগামী ৬ মার্চ নগরীতে মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে রবিবার নিউ মার্কেট, ডাকবাংলো মোড় ও পিকচার প্যালেস মোড়সহ নগরীর বিভিন্ন জায়গায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। এ সময় নেতারা বলেন, খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বিমান বন্দর নির্মাণের স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নির্মাণ কাজ শুরু, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠাসহ আসন্ন বর্ষার মৌসুমের পূর্বে নগরীর ড্রেনেজ, পয়ঃ নিষ্কাশন ও ওয়াসার কার্যক্রম সম্পন্ন করা এবং মশক নিধনে দ্রত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি এখন সবার দাবি। এই দাবিতে ৬ মার্চ মানববন্ধন অনুষ্ঠিত হবে। সেই মানববন্ধনে সবার অংশগ্রহণ জরুরী।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবুল বাসার, শেখ আবিদ উল্লাহ, মতলেবুর রহমান মিতুল, মিজানুর রহমান জিয়া, সরদার রবিউল ইসলাম রবি, রকিব উদ্দিন ফারাজী, মোঃ হায়দার আলী, আব্দুল হান্নান ও প্রমিতি দফাদার প্রমূখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!