খুলনা, বাংলাদেশ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪

Breaking News

৬ গোলের রোমাঞ্চে জার্মানিকে রুখে দিল তুরস্ক

ক্রীড়া প্রতিবেদক

তিনবার এগিয়ে গিয়েও জেতা হলো না জার্মানির। পাল্টা জবাব দিয়ে প্রতিবারই সমতা ফেরাল তুরস্ক। দ্বিতীয়ার্ধে পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি শেষ পর্যন্ত সমতায় শেষ হয়েছে। নিজেদের মাঠে বুধবার রাতের প্রীতি ম্যাচে তুরস্কের বিপক্ষে ৩-৩ ড্র করে জার্মানি।

উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে ম্যাচের আগে সম্ভাবনা জাগিয়েও স্বস্তির জয় পেল না ইওয়াখিম লুভের দল। গত মাসে প্রতিযোগিতাটিতে নিজেদের প্রথম দুই ম্যাচে স্পেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করেছিল জার্মানি।

নিয়মিত খেলোয়াড়দের কয়েকজনকে ছাড়াই খেলতে নামা জার্মানি এগিয়ে ছিল বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। ষষ্ঠ মিনিটে বেঞ্জামিন হেনরিকের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি জিয়ান-লুকা ভালডসমিট। ত্রয়োদশ মিনিটে তুরস্কের ইউসুফ ইউজিসির বাঁ পায়ের শট বাইরে দিয়ে যায়। ২১তম মিনিটে এমরে কানের ক্রস পেয়ে ডি-বক্সের ভেতর থেকে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশা বাড়ান জার্মানির নিকো শুলজ।

প্রথমার্ধের শেষ দিকে ভালডসমিটের সুযোগ নষ্টের পর যোগ করা সময়ে উইলিয়ান ড্রাক্সলারের গোলে এগিয়ে যায় জার্মানি। পিএসজির এই জার্মান মিডফিল্ডার দুই ডিফেন্ডারের মাঝে অবস্থান নিয়ে ছিলেন আগে থেকে। কাই হাভার্টজের পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরার উচ্ছ্বাসে মাতে তুরস্ক। কাই আইহানের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জালে জড়িয়ে দেন ওজান তুফান।

তুরস্কের স্বস্তি উবে যায় দ্রুতই। ৫৮তম মিনিটে হাভার্টজের থেকে পাওয়া বল ডি-বক্সের একটু ভেতরে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের মিডফিল্ডার ফ্লোরিয়ান।

রক্ষণের হাস্যকর ভুলের সুযোগ নিয়ে ৬৭তম মিনিটে ফের ঘুরে দাঁড়ায় তুর্কিরা। নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করতে করতে নিয়ন্ত্রণ হারান একটু আগেই গোল করা ফ্লোরিয়ান। দ্রুত বল দখলে নিয়ে অনায়াসে বার্নড লেনোকে পরাস্ত করেন ইফেকান কারাকা।

গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৮১তম মিনিটে ভালডসমিটের গোলে স্কোরলাইন ৩-২ করে নেয় জার্মানি। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কেননা কারামানের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তুরস্ক।

আগামী রবিবার নেশন্স লিগের ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে জার্মানি।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!