যশোরের অভয়নগর উপজেলা থেকে শিশু অপহরণের পাঁচ ঘন্টা পর উদ্ধার হয়েছে। পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়েছিল। উপজেলার ধোপাদী ইসলামপাড়া গ্রাম থেকে সোমবার বেলা ১১ টায় ছয় বছর বয়সী তোবা শেখ নামে শিশুকে অপহরণ করা হয়।
অপহৃত শিশুর পিতা নজরুল শেখ জানান, সোমবার বেলা এগারোটায় প্রতিবেশী মামুন শেখের স্ত্রী আঞ্জুআরা বেগম ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে বাড়ির পাশের দোকানে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুকে অপহরণ করে লাপাত্তা হয়ে যান। এরপর শিশুকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজ করতে থাকে।
বেলা দু’টার দিকে শিশুর এক আত্মীর কাছে একটি অপরিচিত নম্বর (০১৬০৫-৮২৮৩০৯) থেকে ফোন আসে। ফোনটি প্রতিবেশি জাহিদুল ইসলাম রিসিভ করেন। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় তোবা নামে যে শিশুটি হারিয়েছে সে আমার কাছে আছে। তাকে ফেরৎ পেতে হলে আমাদের পাঁচ লাখ টাকা দিতে হবে। এর কিছুক্ষন পরে ওই নম্বর থেকে আবার ফোন আসে তিন লাখ টাকা দিলে তোবাকে ছেড়ে দেওয়া হবে। এ কথা বলে ফোনটি বন্ধ রাখা হয়।
বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ শিশুকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে। এক পর্যায়ে বিকেল চারটার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ছেড়ে দেওয়া হয়। শিশুটিকে স্থানীয়রা পেয়ে তার পরিচয় খোঁজ করতে থাকে। পরে তারা শিশুকে তার পিতার কাছে পৌছে দেয়। শিশুর পিতা নওয়াপাড়া মোকামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
শিশু তোবার পিতা নজরুল শেক আরও বলেন, আমার মেয়েকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিলো। প্রতিবেশি আঞ্জু বেগম এ কাজে সহযোগিতা করেছে। এ ব্যপারে থানায় অভিযোগ করেছি। পুলিশ আঞ্জু আরা বেগমকে আটক করেছে।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, অপহরণের ঘটনাটি সত্য। শিশুটিকে উদ্ধার করা হয়েছে। মূল অপহরণকারীকে আটকের চেষ্টা চলছে।
খুলনা গেজেট/এসজেড