র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা মাগুরা থেকে ৩০ কোজি ৫শ’ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে। সোমবার
(২২ মার্চ) ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি সোহেল পারভেজের নেতৃত্বে র্যাবের একটি দল পারনান্দুয়ালী স্ট্যান্ড ব্যাপারিপাড়া থেকে রাজিব আহমেদ নামে ওই গাঁজা কারবারিকে আটক করা হয়। সে মেহেরপুর সদরের রাজনগর গ্রামের শফি মীরের ছেলে।
তার কাছ থেকে একটি মোবাইল সেট, একটি সিমকার্ড, একটি পিকআপ, একটি রেজিস্টশন সনদ, একটি ট্যাক্স টোকেন ও একটি চাবি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামিকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কোম্পানি কমান্ডার সিনিয়র এসএসপি সোহেল পারভেজ জানিয়েছেন, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতা চলমান থাকবে।