খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

২৮ আগস্ট এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান

ত্রীড়া ডেস্ক

এশিয়া কাপের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

কিন্তু শ্রীলঙ্কার সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাহী কমিটি ২৭ আগস্ট থেকে এ টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। টুর্নামেন্টটি শেষ হবে ১১ সেপ্টেম্বর। খবরটি জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস (এফটি)।

সাম্প্রতিক সময়ে নিদারুণ অর্থনৈতিক দুর্দশায় ভুগছে শ্রীলঙ্কা। তেল–গ্যাস–বিদ্যুৎ সমস্যায় ভুগছে দেশটি। রাজনৈতিক অঙ্গনেও অস্থিরতা আছে। এমন পরিস্থিতির মধ্যে এশিয়া কাপের ১৫তম সংস্করণ শ্রীলঙ্কা আয়োজন করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল এসিসির অন্য সদস্যদেশগুলো।

কিন্তু এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা নির্ধারিত সময়েই এশিয়া কাপ শুরু করতে চান। এফটিকে ডি সিলভা বলেছেন, ‘আমরা নির্ধারিত সময়েই এশিয়া কাপ আয়োজন করব। পাকিস্তান ৬ জুলাই আসছে (চলে এসেছে)। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হবে ৩১ জুলাই থেকে। আমরা এসব সূচি ঠিক রেখেই এশিয়া কাপ আয়োজন করব।’

এশিয়া কাপের অফিশিয়াল সূচি এখনো প্রকাশ করা না হলেও শ্রীলঙ্কার সংবাদমাধ্যম জানিয়েছে, এশিয়ার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে ২৮ আগস্ট ভারতের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। টুর্নামেন্টটি হবে টি–টোয়েন্টি সংস্করণে। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ সামনে রেখে টি–টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্ট দিয়ে প্রস্তুতিও সেরে নিতে পারবে এশিয়ার দলগুলো।

গত বছর ২৪ অক্টোবর টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার পর এশিয়া কাপেই প্রথম মুখোমুখি হবে ভারত–পাকিস্তান। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের খেলা চূড়ান্ত। আরব আমিরাত, ওমান, নেপাল ও হংকংয়ের মতো দলগুলোকে বাছাইপর্ব খেলতে হবে। ২১ আগস্ট শুরু হবে বাছাইপর্বের খেলা। একটি দল উঠে আসার সুযোগ পাবে বাছাইপর্ব থেকে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য আইল্যান্ডের সংবাদকর্মী রেক্স ক্লেমেন্টাইনও কাল টুইট করেন এ নিয়ে, ‘ভারতের কাছ থেকে সবুজসংকেত পাওয়ার পর এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। আফগানিস্তান ও বাংলাদেশের গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা। হাই প্রোফাইল ভারত–পাকিস্তান ম্যাচটি হবে ২৮ আগস্ট। ২১ আগস্ট থেকে শুরু হবে কোয়ালিফায়ার। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি চলবে।’

অস্ট্রেলিয়া দল এখন শ্রীলঙ্কা সফর করছে। প্রায় এক মাসব্যাপী এ সফর দ্বিতীয় টেস্ট দিয়ে ১২ জুলাই শেষ হওয়ার কথা। এশিয়া কাপ আয়োজন করা এসএলসিকে একাধিক দলের থাকা–খাওয়ার বন্দোবস্ত করতে হবে। দেশটিতে জ্বালানির প্রকট সমস্যা দেখা দেওয়ায় বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, হোটেলগুলো তাঁকে নিশ্চিত করেছে জেনারেটরের জন্য পর্যাপ্ত জ্বালানি থাকবে এবং দলগুলোর খাবার সরবরাহ করা হবে।

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!