তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি দুই দিনের সফরে আগামী বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রী শুক্রবার (২৪ সেপ্টেম্বর ) সকাল ১০টায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও বেতার কেন্দ্র পরিদর্শন করবেন।
সকাল পৌনে ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করবেন।
চেক বিতরণ শেষে বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
খুলনা গেজেট/ এস আই