জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গেই নাজেহাল অবস্থা বাংলাদেশ ক্রিকেট দলের। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাদেশ।
৪.৪ ওভারে স্কোর বোর্ডে মাত্র ২৯ রান জমা করতেই সাজঘরে ফেরেন দুই তারকা ব্যাটসম্যান লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। তাদের উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে টানা অফ ফর্মে রয়েছেন লিটন কুমার দাস। গত দুই ম্যাচে ১ ও ২৩ রানে আউট হওয়া লিটন আজ বোল্ড হলেন ১৫ বলে মাত্র ১২ রান করে।
দলীয় ৬০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও।
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে।
সিরিজের প্রথম দুই ম্যাচে ৮ ও ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়: জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।
খুলনা গেজেট/এএজে