দুই বছর পর ওয়ানডে খেলতে নেমে নিজের প্রথম বলেই উইকেট পেলেন তাইজুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ব্রেন্ডন কিংকে বোল্ড করে সাজঘরে পাঠালেন তাইজুল। নিজের দ্বিতীয় ওভারে আরেকটি উইকেট পেল তাইজুল।এবার তার ঘূর্ণিতে পরাস্ত হয়েছেন শাই হোপ। তাইজুলের পর ক্যারিবীয় শিবিরে এবার আঘাত হানলেন মুস্তাফিজুর। ব্রুকসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান কাটার মাষ্টার। আবারো শুরুর নিয়ন্ত্রণে বাংলাদেশ।
১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০ রানে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ওয়ানডেতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শরিফুল ইসলামকে বিশ্রাম দেয়া হয়েছে শেষ ম্যাচ থেকে। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন তাইজুল ইসলাম। এদিকে এক পরিবর্তন এসেছে উইন্ডিজ শিবিরেও। কাইল মেয়ার্সের বদলে একাদশে ডাক পড়েছে কেসি কার্টির।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কেসি কার্টি, শামরহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আলজারি জোসেফ, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোতি ও কিমো পল।
খুলনা গেজেট / আ হ আ