খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে ৭টি পদে ২৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল।
জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি পদে বাংলাভিশনের খুলনা প্রতিনিধি আতিয়ার পারভেজ, দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম ও দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন প্রার্থী হয়েছেন।
এছাড়া সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খুলনা প্রতিনিধি এএইচ শামীমুজ্জামান, দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা ও বাংলাদেশ প্রতিদিনের মাকসুদ আলী এবং কোষাধাক্ষ পদে এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি ও দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার খলিলুর রহমান সুমনসহ ৭টি পদে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী, রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, ১৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৬ ডিসেম্বর বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ, শুনানী ও নিষ্পত্তি, ১৭ ডিসেম্বর বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং আগামী ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোটগ্রহণ।
সর্বশেষ ২০০৯ সালের ১২ ডিসেম্বর এমইউজের নির্বাচন অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/এএজে