খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

হাঁটুর ব্যথায় কাতর মাশরাফি, প্রচারণায় নামবেন যেদিন

গেজেট ডেস্ক 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী গত ১৮ ডিসেম্বর থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। তবে হাঁটুর ইনজুরির কারণে নড়াইল-২ (সদরের আংশিক ও লোহাগড়া) আসনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে এখনো প্রচারণায় নামতে দেখা যায়নি। তবে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন জেলা আওয়ামী লীগসহ তার শুভাকাঙ্খিরা।

তার ব্যক্তিগত সহকারী ও স্বজনদের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে হাঁটুর ব্যথা বেড়েছে মাশরাফির। এতোদিন বাড়িতে চিকিৎসা নিলেও ১৩ ডিসেম্বর থেকে ব্যথা বাড়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর থেকে প্রচারণায় নামবেন তিনি। প্রথমে নিজ ইউনিয়ন মাইজপাড়া থেকে তার প্রচারণা শুরু হবে এমনটাই বলছেন দলীয় নেতাকর্মীরা।

একাধিক সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে নড়াইলে আসবেন তিনি। এরপর তার নিজের গ্রাম মাইজপাড়া থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির (এরশাদ) অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), মনিরুল ইসলাম, গণফ্রন্টের লতিফুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!