‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এ প্রতিপাদ্য নিয়ে নানান আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করেছে নড়াইলবাসি।
সোমবার (১৪ এপ্রিল) বর্ষবরণ উদযাপন পর্ষদের আয়োজনে সকাল সাড়ে ৬টায় সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে প্রভাতী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের নানা কর্মসূচির শুভসূচনা হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দিনটিতে শোভাযাত্রা বের করা হয়। জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালিসহ গ্রামীণ ঐতিহ্য লাঠিখেলা ও জারিগানের আয়োজন করা হয়।
এ সময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদ লতিফ, সিভিল সার্জন ডা: মো. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এমএম আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুণ্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা অ্যাডজুট্যান্ট মো. নুরুল আবছার ও জ্যেষ্ঠ প্রভাষক শামীমূল ইসলাম টুলুসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।
খুলনা গেজেট/জেএম