খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই: স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ
  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা
  ১১৮ বারের মত পেছালো সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

নড়াইলে কারাগারে ভিন্ন আঙ্গিকে নববর্ষ উদযাপন, পান্তা-ইলিশে আপ্যায়ন

নড়াইল প্রতিনিধি

বাংলা নববর্ষ ১৪৩২ ভিন্নধর্মী আয়োজনের মধ্যদিয়ে কারাগারের বন্দীদের সাথে নিয়ে উদযাপন করলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিকাল সাড়ে ৪ টায় তিনি কারাগারে পৌছে বন্দীদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং বন্দীদের জন্য আয়োজিত এবং বন্দীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক নামের বিভ্রাট উপভোগ করেন।

এসময় বন্দীদের মানসিক রিক্রেয়েশনের জন্য পুরুষ বন্দীদের জন্য আয়োজিত লোকজ ঐতিহ্যবাহী খেলা কলাগাছে ওঠা প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরন করেন, নারী বন্দীদের মাঝে বালিশ বদল খেলা অনুষ্ঠিত হয়। কারাগারের বন্দীরা এই ভিন্নধর্মী আয়োজন উৎসাহের সাথে উপভোগ করে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন,‘সরকারি ভাবে নির্দেশনা আছে, জেলখানায় আজকের এই নববর্ষের দিনে, ভাল খাবার পরিবেশন করা, সে ক্ষেত্রে সকালে তাদের জন্য পান্তা ইলিশ আয়োজন ছিলো, আলু ভর্তা ছিলো ও দুপুরে উন্নত মানের খাবার গরু, খাশী ও মুরগীর মাংসের পাশাপাশি পোলাও মিষ্টি ইত্যাদি। যেহেতু আজকে নববর্ষ , নববর্ষের আলোকে কালচারাল অনুষ্ঠান ও মানসিক রিক্রেয়েশনের জন্য খেলাধুলার আয়োজন করা হয়।’

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেল সুপার সঞ্জয় ঘোষসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!