বাংলা নববর্ষ ১৪৩২ ভিন্নধর্মী আয়োজনের মধ্যদিয়ে কারাগারের বন্দীদের সাথে নিয়ে উদযাপন করলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিকাল সাড়ে ৪ টায় তিনি কারাগারে পৌছে বন্দীদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং বন্দীদের জন্য আয়োজিত এবং বন্দীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক নামের বিভ্রাট উপভোগ করেন।
এসময় বন্দীদের মানসিক রিক্রেয়েশনের জন্য পুরুষ বন্দীদের জন্য আয়োজিত লোকজ ঐতিহ্যবাহী খেলা কলাগাছে ওঠা প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরন করেন, নারী বন্দীদের মাঝে বালিশ বদল খেলা অনুষ্ঠিত হয়। কারাগারের বন্দীরা এই ভিন্নধর্মী আয়োজন উৎসাহের সাথে উপভোগ করে।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন,‘সরকারি ভাবে নির্দেশনা আছে, জেলখানায় আজকের এই নববর্ষের দিনে, ভাল খাবার পরিবেশন করা, সে ক্ষেত্রে সকালে তাদের জন্য পান্তা ইলিশ আয়োজন ছিলো, আলু ভর্তা ছিলো ও দুপুরে উন্নত মানের খাবার গরু, খাশী ও মুরগীর মাংসের পাশাপাশি পোলাও মিষ্টি ইত্যাদি। যেহেতু আজকে নববর্ষ , নববর্ষের আলোকে কালচারাল অনুষ্ঠান ও মানসিক রিক্রেয়েশনের জন্য খেলাধুলার আয়োজন করা হয়।’
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেল সুপার সঞ্জয় ঘোষসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টিএ