খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

হতাশায় নিজের জীবনের সঙ্গে বাবার স্বপ্নও বলি হলো মেধাবী শিক্ষার্থী জয়ার

 নিজস্ব প্রতিবেদক

বাবা ডাঃ গিরিন্দ্রনাথ কুন্ড স্বপ্ন দেখতেন মেয়ে নিজের মতো একজন ডাক্তার হবে। মানব সেবায় নিজেকে আত্মনিয়োগ করবে। নিজের তৈরি ক্লিনিকের দায়িত্ব নিবেন। স্বপ্ন বাস্তবায়নে কন্যা জয়া কুন্ডকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন। জয়া কুন্ড ছিলেন অত্যন্ত ভদ্র ও বিনয়ী স্বভাবের। ঢাকা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী ছিলেন তিনি। কিন্তু পড়াশুনা চলাকালীন হঠাৎ সে হতাশায় ভুগতে থাকে। ক্রমান্বয়ে তার হতাশা বাড়তে বাড়তে এক পর্যায়ে সে চরম  হতাশায় নিমজ্জিত হয়। আর এ হতাশা থেকে নিজেকে চির মুক্তির আশায় বেছে নেয় আত্মহত্যার পথ।
বুধবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টায় সে ঢাকা মেডিকেল কলেজের  ডাঃ  আলিম চৌধুরী ছাত্রী নিবাসে তার কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার পূর্বে  তিনি তাঁর মা মোবাইল ফোনে ও রুমমেট লাবনীর মোবাইল ফোনে মেসেজ লিখে “আই লাভ ইউ”। এর পরক্ষণেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেন। পরে পুলিশ এসে গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানে ঝুলানো  জয়াকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখান থেকে তার মৃতদেহ  সুরতহাল রিপোর্ট তৈরির জন্য থানায় নিয়ে যায়।
জয়ার মৃত্যুর খবর মুহুর্তে মধ্যে ছড়িয়ে পড়লে সহপাঠী-বন্ধু বান্ধবী,স্বজদের মাঝে শোকের ছাঁয়া নেমে আসে। তার ছোটবেলার স্কুল, কলেজের বন্ধু-বান্ধবীদের অনুরোধ জয়ার মরদেহ বুধবার রাতে খুলনা মহানগরীর খান জাহানআলী থানার কুয়েট গেট সংলগ্ন তাঁর বাবার বাসা ও নির্মাণাধীন  ক্লিনিকে  আনা হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সূচনা হয় । সহপাঠী-স্বজনসহ সর্বস্থরের মানুষের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।  রাতে তাদের গ্রামের বাড়ী মাগুরাতে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন  হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক এস এম এলিস মাহমুদ বলেন, আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায়  তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক ভাবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা জানতে পারেনি। তবে তিনি বেশ কিছু ধরে  তীব্র হতাশায় ভুগছিল বলে তার সহপাঠীদের কাছে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!