দুই উদ্বোধনী ব্যাটারকে হারিয়ে প্রথম সেশনটা শেষ করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনেই স্বাগতিকরা হারালো তিন গুরুত্বপূর্ণ ব্যাটারকে। মোট ৬ উইকেট হারিয়ে ২১৬ রান তুলেছে বাংলাদেশ।
মাঝে মুগ্ধ করা ব্যাটিংয়ের ঝলক দেখিয়ে সেই দৃষ্টিকটুভাবেই আউট হয়ে ফিরেছেন লিটন দাস। তবে লড়ে যাচ্ছেন একজন- মোমিনুল হক সৌরভ। যিনি প্রত্যাবর্তন ম্যাচে ব্যাটে সৌরভ ছড়িয়ে দৃষ্টিনন্দন সব শট খেলে ইতোমধ্যেই তুলে নিয়েছেন ১৬তম হাফ সেঞ্চুরি। এখন ছুঁটছেন ক্যারিয়ারের দ্বাদশ শতক পানে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের তৃতীয় সেশনের খেলা চলছে।
সেই পর্যন্ত ৬৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান জমা করেছে স্বাগতিকরা। ১৫ রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোমিনুল হক সৌরভ ৮১ রানে এবং নুরুল হাসান সোহান ৩ রান করে অপরাজিত আছেন।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম তাসকিন আহমেদ, খালেদ আহমেদ।
ভারতীয় একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।