নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়ার পর টেস্টে বাংলাদেশের অধিনায়কের জায়গাটা খালি হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের নেতৃত্বে খেলছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজে শেষে সামনে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত সংস্করণের ব্যস্ততার মাঝেও আলোচনায় কে হবেন টেস্টের নতুন অধিনায়ক?
অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন মিরাজ ও লিটন। আগ্রহ প্রকাশ করেছেন টেস্টের নিয়মিত মুখ তাইজুল ইসলাম। অধিনায়ক যিনিই হন, তাকে অন্তত দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন হাবিবুল বাশার। সাবেক অধিনায়ক ও নির্বাচক বাশার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, যাকেই অধিনায়ক করা হয়, যেন লম্বা সময়ের জন্য করা হয়।
বাশার বলেন, ‘আমি যাকে অধিনায়কত্ব দেব, তাকে অন্তত দুই বছরের জন্য দেব। অধিনায়কত্ব পরীক্ষার জায়গা নয়। অধিনায়ক হওয়ার পর একটু লম্বা সময় পেলে সে দলটাকে নিয়ে পরিকল্পনা করতে পারবে। অধিনায়ক হওয়ার দৌড়ে আমাদের কয়েকজন আছে। মিরাজ একজন, লিটন একজন। তাইজুলও নিয়মিত টেস্ট খেলে। আমার মনে হয় যাকেই অধিনায়কত্ব দেই, খুব বেশি পার্থক্য হবে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তাকে যেন লম্বা সময়ের জন্য দেওয়া হয়।’
টেস্টে অধিনায়ক হিসেবে শান্ত ম্যাচ খেলেছেন ১৪টি। তার নেতৃত্বে বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচে, একটি ম্যাচে ড্র ও হেরেছে ৯ ম্যাচে। টেস্টে ন্যূনতম ১০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাতজন। তাদের মধ্যে শান্তর জয়ের হার সবচেয়ে বেশি, ২৮.৫৭ শতাংশ।
খুলনা গেজেট/এএজে