খুলনা, বাংলাদেশ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গোপালগঞ্জে কারফিউর সময় ফের বাড়লো
  তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৫
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪

রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ডোবা নবারুন সংঘ

রূপসা প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বর্গীয় অরবিন্দু মন্ডল বুলুর স্মৃতি স্মরণে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় ডোবা নবারুন সংঘ ফাইনালে উঠার গৌরব অর্জন করেছে। শুক্রবার (১৮ জুলাই) বিকালে উপজেলার ডোবা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ডোবা নবারুন সংঘ ৪-২ গোলে শহীদ মুনসুর স্মৃতি সংসদকে হারিয়ে ফাইনালে উঠার গৌরব অর্জন করে।

খেলা পরিচালনা করেন সুমন রাজু, মোঃ তানভীর হোসেন, মোঃ সাইফুল ইসলাম। খেলায় ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত ও ইংরেজি শিক্ষক বিজন মল্লিক।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু,মসমাজসেবক মাফতুন আহম্মেদ রাজা। সভায় সভাপতিত্ব করেন ডোবা নবারুন সংঘের সভাপতি শ্যামল কুমার বিশ্বাস ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাগর কুমার দাস।

এসময় উপস্থিত ছিলেন মহিতোষ ভট্রচার্য, মুন্না সরদার, অরবিন্দু বুলুর ভ্রাতা নির্মলেন্দু মন্ডল, সমাজসেবক মহিউদ্দীন লিটু, বিজয় মজুমদার, রমেশ চন্দ্র দাস, এফ এম মনিরুল ইসলাম, সৈয়দ মাহমুদ আলী, শান্তিরাম মল্লিক, শান্তিরাম মন্ডল, খায়রুল আলম খোকন, শামীম হাসান, আসলাম লস্কর, ছাত্রদল নেতা রনি লস্কর, আলামিন, রাধাকান্ত শিকদার, পংকজ শিকদার, পূর্নেন্দু মন্ডল, অভিরাম ব্যাপারী, বিএনপি নেতা গৌর বিশ্বাস, প্রান গোপাল বিশ্বাস, সোহেল,পাপ্পু, আলামিন লস্কর, মুস্তাহিন, হামিম, সোহেল, পাপ্পু, অরুন মহলী, গোবিন্দ বিশ্বাস, দাউদ শেখ, নরেশ দাস, লিটন মল্লিক, বিধান দাস, দিপংকর বিশ্বাস, পাপলু ফকির, মোস্তাইন শেখ, নির্মলেন্দু মন্ডল প্রমূখ।

খুলনা গেজেট/এসএস

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!