খুলনা, বাংলাদেশ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ৭ মে, ২০২৪

Breaking News

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে আজ সোমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আর এই ম্যাচের উপর নির্ভর করছে ওয়ানডে সিরিজ যাচ্ছে কাদের পকেটে। সিরিজে এখনো পর্যন্ত ১-১ ব্যবধানে সমতায় রয়েছে দুই দল। টি-টোয়েন্টি সিরিজেও শেষ ম্যাচে ছিল এমনই পরিস্থিতি। সেবার বাংলাদেশকে হারিয়ে ট্রফি নিয়ে উল্লাস করেছিল লঙ্কানরা। ওয়ানডে সিরিজটা তাই হাতছাড়া করতে চাইবে না বাংলাদেশ।

শেষ ম্যাচের একাদশে বাংলাদেশ দলে নিশ্চিতভাবেই দুটি পরিবর্তন আসতে যাচ্ছে সেটি বলাই যায়। কেননা ওপেনার লিটন দাস বাদ পড়েছেন। এটি নিশ্চিত হয়েছিল দিনদুয়েক আগেই। আর পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির খবর ভেসে আসে গতকাল। সবমিলিয়ে নতুন করে একাদশে দেখা যেতে পারে দুই পরিবর্তন।

পরিবর্তনের এই একাদশে এনামুল হক বিজয়কে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া পেসার মুস্তাফিজুর রহমান ফিরতে পারেন একাদশে। ফর্মহীনতায় জায়গা হারালেও, স্কোয়াডে থাকা বাকিদের তুলনায় তার ওপরেই ভরসা বেশি করতে হচ্ছে বাংলাদেশকে।

প্রথম দুই ওয়ানডেতে বল হাতে পারফর্ম করতে পারেননি তাইজুল ইসলাম। যে কারণে শেষ ওয়ানডেতে তার খেলার সম্ভাবনাও কম। এক্ষেত্রে একাদশে আসতে পারেন রিশাদ হোসেন। শেষদিকে তার ব্যাটিংটাও হয়ত কাজে লাগতে পারে বাংলাদেশের জন্য।

ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে এটি দশম সিরিজ। আগের ৯টি সিরিজে মাত্র একটিতেই জিতেছে বাংলাদেশ। দুই দলের মুখোমুখি হওয়া সর্বশেষ সিরিজেই এসেছিল সেই সাফল্য। ২০২১ সালে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ তিন বছরের আগের সাফল্য ধরে রাখা। বাকি ৮ সিরিজের ২টি হয়েছে ড্র। অন্য ৬ সিরিজের ট্রফি গিয়েছে লঙ্কানদের শো-কেসে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!