আন্তঃজেলা প্রতারক চক্রের মূলহোতা মোসাদ্দেক হোসেন রাজুকে (৩৪) আটক করেছে যশোরের সিআইডি পুলিশ। তিনি নিজেকে ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দিয়ে এ প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন। সোমবার (১৯ জুন) রংপুর জেলার গঙ্গারচাঁদ উপজেলার হারাগাছা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মোসাদ্দেক ওই এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২০ জুন) যশোর জেলা সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এক ব্রিফিংয়ে একথা বলেন।
মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, মোসাদ্দেক হোসেন আন্ত:জেলা প্রতারক চক্রের মূলহোতা। তিনি আকিজ গ্রুপের উর্দ্ধতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন লোকের কাছ থেকে ২৫ লাখ টাকারও অধিক হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় আকিজ গ্রুপের পক্ষ থেকে অভয়নগর থানায় মামলা হয়। ওই মামলাটির তদন্তভার সিআইডি পুলিশ গ্রহণ করে মাঠে নামে চক্রটি ধরতে। সিআইডি পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোসাদ্দেকের সন্ধান পায়। এরপর অভিযান চালিয়ে তাকে রংপুর জেলার গঙ্গারচাঁদ উপজেলা থেকে আটক করা হয়।
বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, মোসাদ্দেককে আটকের পর জানা যায়, তিনি নিজেকে ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দিয়ে বহু মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।
খুলনা গেজেট/এসজেড