খুলনা, বাংলাদেশ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে
  যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
  বান্দরবানের রুমা থানচি সীমান্তবর্তী এলাকায় দু’টি মরদেহ উদ্ধার
  দেশে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি : আবহাওয়া অধিদপ্তর
  দুই আইনজীবির আদালত অবমাননার শুনানি পিছিয়ে ৩০ জুন : আপিল বিভাগ
২০২৩-২৪ মেয়াদের কমিটি গঠনের লক্ষ্যে

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা ১৬ মার্চ রাতে মহানগরীর একটি অভিজাত হোটেলে সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ অন্যায়কে বর্জন করে সকল প্রকার বিতর্কের উর্ধ্বে থেকে মানবাধিকার কর্মীদের কাজ করার উদাত্ত আহবান জানান। স্বাধীনতার এই মাসে নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশ মাতৃকার প্রয়োজনে বিভিন্ন সময় জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবল’ুর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, রোটাঃ সরদার আবু তাহের, আলহাজ¦ রুস্তুম আলী হাওলাদার, জি. এম. মোজাহিদুল ইসলাম, শেখ মোঃ নাসির উদ্দিন, মোঃ হেলাল উদ্দিন, হুমায়ুন কবির বালী, আজাদুল হক আজাদ, হাসানুর রহমান তানজির, ইলিয়াছ হোসেন লাবু, মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, বদিউজ্জামান লাবলু, একরামুল হোসেন লিপু, মোঃ হুমায়ুন কবির, বিমল মল্লিক, মোঃ মনির হোসেন, অসীম কুমার বিশ^াস, মেহ্দী হাসান, পিযুষ চন্দ্র গোমস্তা, কাজী আব্দুল মান্নান, সরোয়ার হোসেন, ইমরান পারভেজ, কামরুল ইসলাম কচি, মোঃ লিটন হোসেন এবং ফিরোজ আহমেদ প্রমুখ।

সভা থেকে সর্বসম্মতিক্রমে ২০২৩-২৪ মেয়াদে পুনরায় গাজী আলাউদ্দিন আহমদকে সভাপতি এবং এম. এ. মান্নান বাবলুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয় এবং যথাশীঘ্র পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় অনুমোদন গ্রহণের জন্য তাঁদেরকে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে পূর্বের ন্যায় সামাজিক এবং পুনর্বাসনমূলক কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে সরদার আবু তাহেরকে আহবায়ক এবং আজাদুল হক আজাদকে সদস্য সচিব করে একটি উপ কমিটি গঠন করা হয়।

সভার শেষে সংগঠনের তরফ থেকে একজন অস্বচ্ছল মেধাবী কলেজ শিক্ষার্থীকে বই ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। একইসাথে আসন্ন রমজানে সংগঠনের সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ পরিবারসহ পবিত্র ওমরাহ সম্পন্ন এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!