খুলনা, বাংলাদেশ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪

Breaking News

  ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ স্বতন্ত্র সব পরিচালকের পদত্যাগ
  মিল্টন সমাদ্দারের প্রতারণায় সহযোগী ছিলেন তার স্ত্রী : ডিবি প্রধান
  জনগণের ভরসাস্থল অর্জন করতে সক্ষম হয়েছেন সেনাবাহিনী : প্রধানমন্ত্রী

সামাজিক কর্মকান্ডে অনন্য ‘মানব সেবায় তারুণ্য’

মেহেদী হাসান বাপ্পী

কলেজের গন্ডি পেরিয়ে পা রাখলেন বিশ্ববিদ্যালয়ে। জ্ঞান আহরণের বিশাল এ সমুদ্রে এসে উপলব্ধি করলেন সাধারণ মানুষের জন্য কিছু করার তাড়না। বলছি ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা একদল উদ্যমী তরুণ তরুণীর কথা।

‘শিক্ষা, ঐক্য ও উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে যাত্রা শুরু করে ‘মানব সেবায় তারুণ্য’ (Youth for human development) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের সকলেই এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থী। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকা পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য কিছু করার প্রয়াসকে সামনে রেখে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

স্বেচ্ছাসেবী এই সংগঠনটির সকলেই শিক্ষার্থী। তাদের বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসনে হলেও পড়ালেখা করছেন দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়ে। পড়ালেখা থেকে সামান্য অবসর পেলেই দূর থেকেও ছুটে আসেন নিজেদের এলাকায়, বিপদে আপদে দাড়িয়েছেন সাধারণ মানুষের পাশে। ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, রক্তের গ্রুপ নির্ণয়, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, দরিদ্র মানুষের জন্য ইফতারের আয়োজন, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বৃক্ষরোপনের পাশাপাশি করোনা কালীন এলাকার মানুষের জন্য তৈরি করেছেন সচেতনতামূলক ভিডিও। সকলে শিক্ষার্থী হলেও এসকল কাজের জন্য নিজেরাই করেছেন অর্থায়ন।

সংগঠনটির সাধারণ সম্পাদক তানজিলা ববি বলেন, “আমাদের বয়সী অনেকেই আছে, যারা খারাপ সঙ্গে মিশে ভুলপথে পা বাড়িয়েছে। অনেকেই আবার মাদকের ছোবলে প্রবেশ করেছে অন্ধকার জগতে। আমরা চাই না আমাদের ব্যাচের কোনো বন্ধুই বিপথে চলে যাক। একতাবদ্ধ থাকতে পারলে আমরা একে অন্যের ব্যাপারে সচেতন থাকবো, কেউ ভুল পথে পা বাড়ালে তাকে ফিরিয়ে আনতে পারবো আলোর পথে। এজন্য এই সংগঠনটি আমাদের কাছে অনেক বড় একটি প্লাটফর্ম। নিজেদের মাঝে আমরা সর্বদা যোগাযোগ রাখি এবং মানুষের বিপদে আপদে ছুটে যাই একসঙ্গে।”

‘মানব সেবায় তারুণ্য’ সংগঠনের সভাপতি মেহেদী হাসান জানান, “আমাদের সকল সদস্যই চায় ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে আরো বড় পরিসরে মানুষের জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য কিছু করার। আমাদের মূল শক্তি হচ্ছে, আমরা সবাই একতাবদ্ধ এবং মানুষের জন্য কিছু করার ঐকান্তিক প্রচেষ্টা। অর্থিকভাবে আমরা নিজেরা খুব একটা স্বচ্ছল না হলেও লক্ষ্যটা স্বচ্ছ।”

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!