খুলনা, বাংলাদেশ | ৬ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
  দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ (৫৫) আর নেই
  গাজীপুরের শ্রীপুরে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২

সাবেক প্রতিমন্ত্রী স্বপনসহ আ’লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুর উপজেলার উত্তর লাউড়ী গ্রামের বিএনপি কর্মী আনিচুর রহমানকে হত্যার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬০ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার নিহত আনিচুরের ভাই মফিজুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ ঘটনায় থানায় কোন মামলা হয়েছে কিনা, হলে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে।

মামলার অপর আসামিরা হলো, হাকোবা গ্রামের গোলামের ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সুনীল ঘোষের ছেলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাচ্চু, সাবেক এমপি খান টিপু সুলতানের ছেলে সাদাব, সাবেকমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছেলে শুভ, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান মরিুজ্জামান মনি, মণিরামপুর থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহামুদুল হাসান, উত্তর লাউড়ী গ্রামের নীরাপদর ছেলে হারাধন ঘোষ, অতিস ঘোষের তিন ছেলে রিপন, সুমন, সুজন, হামিদ শেখের ছেলে ইদ্রিস আলী, গোবিন্দ কুমারের ছেলে মিলন, অভিন্দ্রনাথ ঘোষের ছেলে মোনরঞ্জন ঘোষ, মৃত জাহান আলী গাজীর চার ছেলে বাবলু, ভুট্টো, রফিকুল, শফিকুল, ফজলুর ছেলে আহাদ আলী, মৃত গোলাম রহমানের ছেলে মকলেসুর রহমান মুকুল, গোলাম কুদ্দুসের ছেলে মুকিত, গৌর ঘোষের ছেলে দীপক, মুছার ছেলে বিল্লাল, আজিজের ছেলে রাজ্জাক, সাত্তারের ছেলে আনার, সুকুমার ঘোষের ছেলে লিটন ঘোষ, মুজাম আলীর ছেলে আবুল হোসেন, হামিদের ছেলে আব্দুল কাশেম, মোকছেদের ছেলে কামরুল ইসলাম, জামালের ছেলে আমিনুর রহমান, নুর আলীর ছেলে আব্দুলআলীম, আজিবরের ছেলে জসিম উদ্দীন, গোবিন্দর ছেলে সাধু ঘোষ, মোহম্মদের ছেলে আব্দুল করিম, সাধুর ছেলে সুমন, নিরাপদ ঘোষের ছেলে অজিত ঘোষ, দক্ষিন লাউড়ী গ্রামের বদীনাথ ঘোষের ছেলে দীপক, সুন্দলপুর গ্রামের আব্দুলের ছেলে শাহিন, জনাব আলীর ছেলে আহাদ আলী, মাঝ লাউড়ী গ্রামের মোসলেমের ছেলে ইমরান, মান্নানের দুই ছেলে আসাদ, তৌহিদ, ঘুঘুরাইল গ্রামের খালেকের ছেলে মুকুল, কাশিপুর গ্রামের হাসান বারীর ছেলে ফয়সাল, খোদা বক্সের ছেলে ইউনুস আলী, গরীবপুর গ্রামের শফি কামালের দুই ছেলে জুয়েল, সেলিম, আরশাদের ছেলে ইউছুফ আলী, আরশাদ আলীর দুই ছেলে হাসেম আলী, নুর আলী, কাশিপুর গ্রামের গিনিনের ছেলে অরবিন্দ, তোফাজ্জেলের ছেলে আশিকুর রহমান, আহম্মদ আলীর ছেলে ফারুক হোসেন, ডাঙ্গা মাসনা গ্রামের জামাল গাজীল ছেলে মফিজুর রহমান ও হেলাঞ্চি গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে আব্দুল ্অলীম জিন্নাহ।

মামলা সূত্রে জানা যায়, মণিরামপুরের উত্তর লাউড়ী গ্রামের আনিচুর রহমান বিএনপির কর্মী ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ২০১৬ সালের ২ নভেম্বর ভোরে আসামিরা আনিচুরের বাড়িতে হামলা করে। আসামি সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের নির্দেশে অপর আসমিরা আনিচুরকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর আসামিদের সহযোগিতায় মণিরামপুর থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ তাকে পায়ে গুলি করে অপহরণ করে গাড়িতে উঠায়ে নিয়ে যায়। এরপর তাকে আরো গুলি করে হত্যা করা হয়। আনিচুরের স্বজনেরা পরে জানতে পারে তার মৃতদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে আছে। আসামিরা ক্ষমতাসীন দলের সদস্য হওয়ায় তখন থানা ও আদালতে মামলা করা যায়নি। বর্তমানে পরিবেশ অনুকুলে আসায় তিনি এ মামলা করেছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!