দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ফারুক ও জেলা তাঁতীদলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবুকে দল থেকে বহিস্কার করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাদের কে বহিস্কার করা হয়।
উক্তপত্রে তিনি উলেখ করেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পস্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিস্কার করা হলো।
এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা পৌর ওয়ার্ড বিএনপির ৫ নেতাকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান কামু স্বাক্ষরিত একপত্রে তাদের বহিস্কার করা হয়েছে। উক্ত পত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পস্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাদের/ আপনাকে দলের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিস্কার করা হলো।
বহিস্কৃতরা হলেন, আব্দুল্লাহ আল মামুন (রাজু), সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড বিএনপি, মোঃ মোনায়েম খাঁন, সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি, মোঃ মোনতাজ আলী, সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ড বিএনপি, মোঃ করিম সিরাজী, সভাপতি, ৮নং ওয়ার্ড বিএনপি, মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ৬নং ওয়ার্ড বিএনপি। দলীয় পৃথক প্রেস বিজ্ঞপ্তি মারফত এসব খবর নিশ্চিত করা হয়েছে।
খুলনা গেজেট/কেএম